Navbar

ফেরত ও বিনিময় নীতি

এডসভাইব আপনাকে সেরা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আপনি আপনার কেনা পণ্য নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট থাকুন। যদি কোনো কারণে আপনি অসন্তুষ্ট হন, তাহলে আমাদের সুস্পষ্ট ফেরত ও বিনিময় নীতি আপনাকে সহায়তা করবে।

১. সাধারণ ফেরত ও বিনিময়ের সময়সীমা

আপনি পণ্য হাতে পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ফেরত বা বিনিময়ের জন্য অনুরোধ করতে পারবেন। ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্যের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিও প্রমাণসহ আমাদের জানাতে হবে।

২. ফেরতের শর্তাবলী

  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত ও অক্ষত অবস্থায় থাকতে হবে।
  • মূল প্যাকেজিং, ট্যাগ ও রসিদ সংরক্ষিত থাকতে হবে।
  • সিল বা টেম্পার-প্রুফ স্টিকার ভাঙা যাবে না।

৩. ফেরতযোগ্য নয় এমন পণ্য

  • কসমেটিকস, পারফিউম, খাদ্যপণ্য, অন্তর্বাস ইত্যাদি।
  • ডাউনলোড করা ডিজিটাল পণ্য যেমন সফটওয়্যার বা সাবস্ক্রিপশন।
  • ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য।

৪. ফেরত প্রক্রিয়া

আপনার অ্যাকাউন্ট থেকে "আমার অর্ডার" সেকশনে গিয়ে ফেরত অনুরোধ জমা দিন। আমরা যাচাইয়ের পর ইমেল বা এসএমএসের মাধ্যমে নির্দেশনা পাঠাবো।

৫. মূল্য ফেরত (Refund)

ফেরত প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৫-৭ কার্যদিবস সময় লাগে। আপনার মূল পেমেন্ট পদ্ধতিতেই ফেরত দেওয়া হবে।

৬. বিনিময় প্রক্রিয়া

যদি একই পণ্যের ভিন্ন রঙ বা আকারের জন্য বিনিময় চান, তাহলে পণ্য ফেরত পাঠিয়ে পুনরায় অর্ডার করতে পারেন। স্টক না থাকলে রিফান্ড দেওয়া হবে।

৭. সহায়তা

যেকোনো প্রশ্নে আমাদের গ্রাহক পরিষেবায় যোগাযোগ করুন:
ফোন: ০২৫৮৮৮৭৭১৪৪
মোবাইল: ০১৯৩৭৩৪৩৪৯২>